করিমগঞ্জ উপজেলার অন্যতম নদীগুলোর একটি নরসুন্ধা । নরসুন্ধা নদীর তীরে অবস্থিত করিমগঞ্জ উপজেলা শহর । এই নদী করিমগঞ্জ উপজেলাকে দুইভাগে ভাগ করেছে । নরসুন্ধা নদীর উত্তর পাড়ে কাদিরজঙ্গল, করিমগঞ্জ পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড , গুজাদিয়া ইউনিয়ন , দেহুন্দার কিছু অংশ এবং নিয়ামতপুর ইউনিয়নের কিছু অংশ আর দক্ষিন পাড়ে জাফরাবাদ ইউনিয়ন , করিমগঞ্জ পৌরসভা, কিরাটন ইউনিয়ন , দেহুন্দা ইউনিয়নের একাংশ ও নিয়ামতপুর ইউনিয়ন ।
আরেকটি নদী ধামীনি । ধামীনি নদী দারা গুজাদিয়া ইউনিয়ন কে দুই ভাগে ভাগ করা হয়েছে ।
তাছাড়া করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে অবস্থিত ধনু নদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস