|
|
যেহেতু পৌরসভা সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ রহিত করিয়া একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- |
|
সূচী |
|
ধারাসমূহ |
| |
১ম ভাগ প্রারম্ভিক |
১৷ সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ ও প্রবর্তন |
২৷ সংজ্ঞা |
২য় ভাগ |
প্রথম অধ্যায় পৌরসভা প্রতিষ্ঠা, পৌরসভা গঠন, ইত্যাদি |
৩৷ শহর এলাকা ঘোষণা |
৪৷ পৌরসভা প্রতিষ্ঠা, ইত্যাদি |
৫৷ প্রশাসনিক ইউনিট হিসাবে পৌরসভা |
৬৷ পৌরসভা গঠন |
৭৷ পরিষদে মহিলা প্রতিনিধিত্ব |
৮৷ পৌরসভার মেয়াদ, ইত্যাদি |
৯৷ পৌরসভার নামকরণ |
১০৷ পৌরসভার শ্রেণীবিন্যাস |
১১৷ পৌরসভার বিলুপ্তি |
১২৷ মেয়র ও কাউন্সিলরগণের সম্মানী ও অন্যান্য সুবিধা |
দ্বিতীয় অধ্যায় ওয়ার্ডের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ইত্যাদি |
১৩৷ পৌর এলাকাকে ওয়ার্ডে বিভক্তিকরণ |
১৪৷ ওয়ার্ড কমিটি |
১৫৷ সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ |
১৬৷ ওয়ার্ডের সীমানা নির্ধারণ |
১৭৷ ভোটার তালিকা |
১৮৷ ভোটাধিকার |
তৃতীয় অধ্যায় মেয়র ও কাউন্সিলরগণের যোগ্যতা-অযোগ্যতা, ইত্যাদি |
১৯৷ মেয়র এবং কাউন্সিলরগণের যোগ্যতা ও অযোগ্যতা |
চতুর্থ অধ্যায় নির্বাচন, নির্বাচনী বিরোধ, ইত্যাদি |
২০৷ নির্বাচনের সময়, ইত্যাদি |
২০ক। নির্বাচনে অংশগ্রহণ |
২১৷ নির্বাচন পরিচালনা |
২২৷ নির্বাচনী ফলাফল প্রকাশ |
২৩৷ নির্বাচনী দরখাস্ত দাখিল |
২৪৷ নির্বাচন ট্রাইব্যুনাল ও নির্বাচন আপিল ট্রাইব্যুনাল গঠন |
২৫৷ নির্বাচনী দরখাস্ত, আপিল নিষ্পত্তি |
২৬৷ নির্বাচনী দরখাস্ত স্থানান্তর |
পঞ্চম অধ্যায় শপথ, সম্পত্তির ঘোষণা, অপসারণ, ইত্যাদি |
২৭৷ শপথ বা ঘোষণা |
২৮৷ সম্পত্তি সম্পর্কিত ঘোষণা |
২৯৷ একাধিক পদে প্রার্থিতায় বাধা |
৩০৷ মেয়র ও কাউন্সিলরের পদত্যাগ |
৩১৷ মেয়র ও কাউন্সিলরের সাময়িক বরখাস্ত |
৩২৷ মেয়র ও কাউন্সিলর অপসারণ |
৩৩৷ মেয়র এবং কাউন্সিলরের পদ শূন্য হওয়া এবং পুনঃনির্বাচন। |
৩৪৷ মেয়রের দায়িত্ব ও দলিল দস্তাবেজ হস্তান্তর |
৩৫৷ মেয়র ও কাউন্সিলরের সদস্যপদ পুনর্বহাল |
৩৬৷ ব্যত্যয়ের দণ্ড |
৩৭৷ মেয়র ও কাউন্সিলরের অধিকার ও দায়বদ্ধতা |
৩৮৷ অনাস্থা প্রস্তাব |
৩৯৷ মেয়র ও কাউন্সিলরের অনুপস্থিতির ছুটি |
৪০৷ মেয়রের প্যানেল |
৪১৷ পদত্যাগ, অপসারণ, ইত্যাদি গেজেটে প্রকাশ |
৪২৷ অবস্থা বিশেষে প্রশাসক নিয়োগ |
৪৩৷ কতিপয় ব্যক্তি কাউন্সিলর বিবেচিত হইবেন |
ষষ্ঠ অধ্যায় পৌরসভার সম্পত্তি, চুক্তি, ইত্যাদি |
৪৪৷ পৌরসভার সম্পত্তি |
৪৫৷ রাস্তার নিকটবর্তী জমির অধিগ্রহণ |
৪৬৷ সম্পত্তি ব্যবস্থাপনা৷ |
৪৭৷ দায়দেনা আদায় |
৪৮৷ চুক্তি |
৩য় ভাগ |
প্রথম অধ্যায় পরিষদ, বাতিল ও পুনঃ নির্বাচন |
৪৯৷ পরিষদ বাতিল ও পুনঃনির্বাচন |
দ্বিতীয় অধ্যায় পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী, কমিটি, ইত্যাদি |
৫০৷ পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী |
৫১৷ সরকার কর্তৃক প্রদত্ত কার্যাবলী |
৫২৷ পৌরসভার বার্ষিক প্রতিবেদন |
৫৩৷ নাগরিক সনদ প্রকাশ |
৫৪৷ উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসন |
৫৫। পৌরসভা কর্তৃক স্থায়ী কমিটি গঠন |
৫৬। স্থায়ী কমিটির কার্যাবলী |
৫৭। সভায় নাগরিকগণের উপস্থিতি |
৫৮। পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণের স্বার্থজনিত বিষয়াদি |
৫৯। পৌর এলাকার সমন্বিত উন্নয়ন |
৬০। পূর্ত কাজ |
৬১। নথিপত্র, প্রতিবেদন, ইত্যাদি সংরক্ষণ |
তৃতীয় অধ্যায় নির্বাহী ক্ষমতা এবং কার্য পরিচালনা |
৬২। নির্বাহী ক্ষমতা ও কার্য পরিচালনা |
৬৩। পরিষদের সভা ও কার্য সম্পাদন |
৬৪। স্থায়ী কমিটির মতামত ও সিদ্ধান্ত বিবেচনা |
৬৫। কাউন্সিলরগণের ব্যক্তিগত আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ক |
৬৬। সচিব বা প্রধান নির্বাহী কর্মকর্তার সভায় অংশগ্রহণ। |
৬৭। জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা |
৬৮। কাউন্সিলরগণের তথ্য জানিবার অধিকার |
৬৯। সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ, সংরক্ষণ ইত্যাদি |
৭০। কার্যসম্পাদন সংক্রান্ত বিধি |
৭১। গৃহীত সিদ্ধান্তের বৈধতা |
চতুর্থ অধ্যায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, ভবিষ্য তহবিল ইত্যাদি |
৭২। পৌরসভার চাকুরী |
৭৩। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী |
৭৪। প্রধান নির্বাহী কর্মকর্তা |
৭৫। সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের পৌরসভায় ন্যস্তকরণে সরকারের ক্ষমতা |
৭৬। ভবিষ্য তহবিল, ইত্যাদি |
৭৭। চাকুরি সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ |
৭৮। পৌরসভার নির্বাচিত প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণের সম্পর্ক |
পঞ্চম অধ্যায় টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল, ইত্যাদি নিবন্ধিকরণ |
৭৯৷ টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, ইত্যাদি নিবন্ধিকরণ |
৮০। নিবন্ধিকরণে ব্যর্থতার দণ্ড |
৮১। পৌরসভা কর্তৃক ফিস আদায় |
৮২। পুনঃনিবন্ধিকরণ |
৪র্থ ভাগ |
প্রথম অধ্যায় নথিপত্র তলব, পরিদর্শন, ইত্যাদি |
৮৩৷ নথিপত্র তলব করিবার ক্ষমতা |
৮৪। সরকারের নির্ধারিত কর্মকর্তার পরিদর্শনের ক্ষমতা |
৮৫। সরকার কর্তৃক পৌরসভাকে নির্দেশ প্রদানের ক্ষমতা |
৮৬। পৌরসভার কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ |
৮৭৷ সরকারের দিক নির্দেশনা প্রদান এবং তদন্ত করিবার ক্ষমতা |
৮৮। পৌরসভাকে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ |
দ্বিতীয় অধ্যায় আর্থিক ব্যবস্থাপনা, বাজেট ও হিসাব |
৮৯। তহবিলের উৎস |
৯০। আরোপিত ব্যয় |
৯১। সংরক্ষণ, বিনিয়োগ এবং বিশেষ তহবিল গঠন |
৯২। বাজেট |
৯৩। হিসাব |
৯৪। নিরীক্ষা |
তৃতীয় অধ্যায় অবকাঠামোগত সেবা |
৯৫৷ অবকাঠামোগত সেবামূলক প্রকল্প |
৯৬। বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার |
৯৭। পৌরসভা বা অন্যান্য প্রতিষ্ঠানের কার্যাবলী |
চতুর্থ অধ্যায় পৌর কর আরোপণ |
৯৮। পৌর করারোপণ |
৯৯। প্রজ্ঞাপন ও কর প্রবর্তন |
১০০। আদর্শ কর তফসিল |
১০১। কর আরোপের ক্ষেত্রে নির্দেশনাবলী |
১০২। কর সংক্রান্ত দায় |
১০৩। কর সংগ্রহ ও আদায় |
১০৪। মূল্যায়ন, কর নির্ধারণ, ইত্যাদির বিরুদ্ধে দরখাস্ত |
১০৫। বেতনাদি হইতে কর কর্তন |
পঞ্চম অধ্যায় অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ, অপরাধ ও শাস্তি |
১০৬। যৌথ কমিটি |
১০৭। পৌরসভা ও স্থানীয় পরিষদের মধ্যে বিরোধ |
১০৮। অপরাধ |
১০৯। শাস্তি |
১১০। অপরাধের আপোষ রফা |
১১১। অপরাধ বিচারার্থে গ্রহণ |
ষষ্ঠ অধ্যায় তথ্য প্রাপ্তির অধিকার |
১১২। তথ্য প্রাপ্তির অধিকার |
৫ম ভাগ |
প্রথম অধ্যায় আইন-শৃঙ্খলা |
১১৩। পৌরসভাকে পুলিশের সহযোগিতা |
১১৪। পৌর পুলিশ নিয়োগ |
দ্বিতীয় অধ্যায় বিবিধ |
১১৫। পৌর এলাকার জনগণের সহিত মতবিনিময় |
১১৬। প্রশিক্ষণ প্রতিষ্ঠান |
১১৭। সীমানা লংঘন |
১১৮। আপিল আদেশ |
১১৯। স্থায়ী আদেশ |
১২০। বিধি প্রণয়নের ক্ষমতা |
১২১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা |
১২২। উপ-আইন প্রণয়নের ক্ষমতা |
১২৩। ক্ষমতা অর্পণ |
১২৪। লাইসেন্স ও অনুমোদন |
১২৫। প্রকাশ্য রেকর্ড |
১২৬। জনসেবক |
১২৭। সরল বিশ্বাসে কৃতকার্য রক্ষণ |
তৃতীয় অধ্যায় ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী |
১২৮। প্রথম নির্বাচনের জন্য পৌরসভা ও ওয়ার্ডসমূহ |
১২৯। নির্ধারিত কতিপয় বিষয় |
১৩০। অসুবিধা দূরীকরণ |
১৩১। রহিতকরণ ও হেফাজত |